Barak Valley

রামনবমী উপলক্ষে রামকৃষ্ণনগরে রাম উৎসব সপ্তাহ

রামকৃষ্ণনগর : সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে রামকৃষ্ণনগরে শ্রীরামচন্দ্রের জন্মদিন রামনবমী উপলক্ষে রাম উৎসব সপ্তাহ পালিত হল৷ রামকৃষ্ণনগর প্রখন্ড বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কার্যকর্তাদের উপস্থিতিতে পালিত হল রাম উৎসব৷

এতে রামকৃষ্ণনগর প্রখন্ড কার্যকর্তা সহ উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা বিশ্ব হিন্দু পরিষদের সহ-সম্পাদক পৃথ্বীশ নাথ এবং জেলা বজরং দল সহ-সংযোজক সত্যম চন্দ৷ এ দিন ভগবান রামচন্দ্র ও ধর্ম বিষয় নিয়ে বৌদ্ধিক রাখেন জেলা সহ-সম্পাদক পৃথ্বীশ নাথ৷ তারপর প্রখন্ড সম্পাদক হৃষিকেশ বৈদ্য দেশের বিভিন্ন স্থানে রামনবমী শোভাযাত্রায় রাম ভক্তদের ওপর জিহাদিরা কীভাবে আক্রমণ করছে, তা বিস্তারিতভাবে সবার সামনে তুলে ধরেন৷

পাশাপাশি ভগবান রামচন্দ্র, হনুমানজির আদর্শে আগামীদিনে প্রখন্ডের গ্রাম স্তরে কীভাবে সংগঠনের কাজের বিস্তার করতে হবে এ নিয়েও আলোচনা হয়৷ সবশেষে প্রখন্ড সম্পাদক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এ দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন৷

Show More

Related Articles

Back to top button