Barak Valley

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় আবার ভাঙল, রোড শোয়ে গাড়ি লক্ষ্য করে উড়ে এল মোবাইল

সংবাদ সংস্থা, কর্নাটক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় আবার ফাঁক! রবিবার কর্নাটকের মাইসুরুতে রোড শো চলাকালীন মোদীর গাড়ি লক্ষ্য করে ছোড়া হল মোবাইল ফোন। যদিও ফোনটি প্রধানমন্ত্রীর গায়ে লাগেনি। সংবাদসংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গিয়েছে।

আগামী ১০ মে কর্নাটকে বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার সে রাজ্যের বিভিন্ন এলাকায় সভা করেছিলেন প্রধানমন্ত্রী। পরে রোড শো-ও করেন। ওই রোড শো চলাকালীনই মোদীর গাড়ি লক্ষ্য করে মোবাইল ছোড়া হয়। ভিড়ের মধ্যে কে মোবাইল ছুড়লেন, তা এখনও স্পষ্ট হয়নি।

চলতি বছরের জানুয়ারি মাসে কর্নাটকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। সে বার হুবলিতে জাতীয় যুব উত্‍সবে যোগ দিতে সেখানে গিয়েছিলেন মোদী। বিমানবন্দরে নেমে কর্মসূচিস্থলে যাচ্ছিলেন তিনি। গাড়ির পাদানিতে দাঁড়িয়েছিলেন। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ছিলেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর পাশ দিয়ে ছুটছিলেন তাঁর নিরাপত্তা রক্ষীরা। তখনই নিরাপত্তা বলয় টপকে মোদীর একেবারে কাছে পৌঁছে যান এক যুবক। তাঁকে মালা দিতে যান। প্রধানমন্ত্রী হাতে মালাটি নিয়ে এক রক্ষীকে দিয়ে দেন। ওই ঘটনার পরেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। কনভয়ের বহির্বলয়ে নিরাপত্তার দায়িত্বে থাকে রাজ্য পুলিশ। সেই সমস্ত বলয় ভেঙে কী ভাবে যুবক ঢুকে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও হুবলির পুলিশ কমিশনার দাবি করেছিলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও রকম গাফিলতি হয়নি।

এর আগে, গত বছরের ৫ জানুয়ারি পঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা প্রকাশ্যে এসেছিল। সেই সময় তাঁর যাত্রাপথ অবরোধ করেছিলেন এক দল বিক্ষোভকারী। যার জেরে প্রায় ১৫-২০ মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রীর কনভয়।

Show More

Related Articles

Back to top button