Barak Valley

প্রধানমন্ত্রীর মন কি বাত-এ অংশ নিয়ে উন্নয়নে গুরুত্ব কৃপানাথের

নিভিয়া : রবিবার রাতাবাড়ির বিদ্যানগর নাচঘরে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দিলেন সাংসদ কৃপানাথ মালা৷ এদিনের অনুষ্ঠানে অংশ নেন দুল্লভছড়া মন্ডল বিজেপির ১০৮, ১১১, ১১৩, ১১৪ ও ১১৮ নম্বর বুথের কার্যকর্তা সহ মন্ডল বিজেপি সভাপতি জিতেন্দ্রলাল দাস৷

অনুষ্ঠানের শুরুতে শ্যামাপ্রসাদ মুখার্জী ও দীনদয়াল উপাধ্যাযয়ের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন সাংসদ ও মন্ডল সভাপতি৷ সংক্ষিপ্ত বক্তব্যে সাংসদ মালা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এলাকার উন্নয়ন এগিয়ে নিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান৷ তিনি এদিন প্রধানমন্ত্রীর জনহিতকর নানাবিধ কাজকর্মের কথাও তুলে ধরেন৷

Show More

Related Articles

Back to top button