প্রয়াত সাহারাকর্তা সুব্রত রায়, ৭৫ বছর বয়সে মৃত্যু

নয়াদিল্লি: প্রয়াত সাহারাকর্তা সুব্রত রায়। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে জানা যাচ্ছে। শারীরিক অবস্থার অবনতি হলে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হন ১২ নভেম্বর। সেখানেই এদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিন ‘সাহারা ইন্ডিয়া পরিবারে’র তরফে বিবৃতি জারি করে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে সাহারা ইন্ডিয়া পরিবার শ্রদ্ধেয় ‘সহর্ষি’ সুব্রত রায়ের প্রয়াণের খবর জানাচ্ছে। একজন দূরদৃষ্টিসম্পন্ন মানুষ ছিলেন উনি, অনেকের কাছে ছিলেন অনুপ্রেরণা। ১৪ নভেম্বর রাত ১০টা বেজে ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘ দিন ধরে হাইপারটেনশন, ডায়াবিটিস এবং মেটাস্টেটিক ক্যান্সারে ভুগছিলেন। এদিন কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট হয়। ওঁকে হারানোর যন্ত্রণা অনুভব করছে সাহারা ইন্ডিয়া পরিবার’। তাঁর শেষকৃত্যের খুঁটিনাটি সময়ে জানানো হবে বলে বিবৃতিতে জানিয়েছে সাহারা ইন্ডিয়া পরিবার। তাঁর উত্তরাধিকার এবং দূরদর্শিতাকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য বলে জানিয়েছে।