Barak Valley

ফের সরকারি কর্মচারী গ্রেফতার, এবার দুর্নীতি দমনের হাতে ধৃত করিমগঞ্জের বদরপুর সার্কলের লাটমণ্ডল

করিমগঞ্জ, ৩ এপ্রিল : ফের ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধৃত সরকারি কর্মচারী। এবার দুর্নীতি দমনের হাতে গ্রেফতার হয়েছেন করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুর রাজস্ব সার্কলের লাটমণ্ডল জয়সাব হুসেন লস্কর।

অভিযোগ, জনৈক ভুক্তভোগীর কাছ থেকে জমির নামজারি করতে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন লাটমণ্ডল জয়সাব হুসেন লস্কর। ঘটনাটি ভুক্তভোগী নজরে নেন ডিরেক্টরেট অব ভিজিল্যান্স ও অ্যান্টি-করাপশন দফতরের। এর পর অভিযুক্তকে হাতেনাতে ধরতে ছক কষেন ভিজিল্যান্সের অফিসাররা। এদিন সকালে দাবির টাকা দিতে যান ভুক্তভোগী।

উত্‍কোচের টাকা নেওয়ার সময় হাতেনাতে তাঁকে ধরে ফেলেন দুর্নীতি নিবারন শাখার আধিকারিরা। নগদ টাকাগুলো যে হাত দিয়ে নিয়েছিলেন, সেই হাত ক্যামিকেল দিয়ে ধুয়ে প্রমাণ করা হয় লাটমণ্ডল জয়সাব হুসেন লস্কর‌ই টাকাগুলো নিয়েছিলেন।

এ মুহূর্তে ধৃত জয়সাব হুসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অফিসে দুর্নীতি সম্পর্কিত তথ্য উদ্ধারে তদন্ত প্রক্রিয়া চলছে। জানা গেছে, তাঁর বাসভবনেও তাঁকে নিয়ে তদন্ত চালাবেন ডিরেক্টরেট অব ভিজিল্যান্স ও অ্যান্টি-করাপশন দফতরের আধিকারিকরা।

Show More

Related Articles

Back to top button