Barak Valley

বন্যাপীড়িতদের মধ্যে ত্রাণসামগ্রী ও ত্রিপল বন্টন করলেন সাংসদ কৃপানাথ মালা

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার বন্যাপীড়িত মানুষের খোঁজ নিলেন সাংসদ কৃপানাথ মালা৷ বৃহস্পতিবার রাত পর্যন্ত জেলা সদরের বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করেন সাংসদ৷ ওইদিন সকালে উত্তর করিমগঞ্জের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি৷ এরপর ওইসব এলাকার মানুষের কাছে ত্রাণ সামগ্রী তুলে দেন৷ পাশাপাশি রাস্তার কাছে যারা ঘর বানিয়ে থাকছেন, তাদের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়৷

করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে৷ গৃহহারা হয়েছেন কয়েক হাজার মানুষ৷ বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের উলুকান্দি, হামিদপুর, বালিঙ্গারপার, জাতুয়া, ফকিরাবাজার, লঙ্গাইঘাট, উমাপতি, মেদা, কানিশাইল, সুপ্রাকান্দি ইত্যাদি এলাকা পরিদর্শন করে বন্যাপীড়িত মানুষের খোঁজ নেন সাংসদ কৃপানাথ মালা৷

এছাড়া করিমগঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ড সহ পল্লীমঙ্গল স্কুল, পাব্লিক স্কুল, হাই মাদ্রাসা এবং অন্যান্য ত্রাণ শিবির পরিদর্শন করেন৷ সঙ্গে ছিলেন করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, উত্তর করিমগঞ্জ মণ্ডল সভাপতি পাপলু দেব, জেলা সাধারণ সম্পাদক নির্মল বণিক, শুভ্রপ্রকাশ দেব সহ ভারতীয় জনতা পার্টির কর্মীরা৷

এদিন সুতারকান্দি ও সুপ্রাকান্দি এলাকার রাস্তার পাশের মানুষের হাতে ত্রিপল তুলে দেন সাংসদ৷ এছাড়া আশ্রয় শিবিরে নিজ হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন৷

Show More

Related Articles

Back to top button