Barak Valley
বরখাস্ত স্কুল অধ্যক্ষকে গ্রেফতারের চেয়ে ডিএসপির কাছে এলাকাবাসী

করিমগঞ্জ, ২০ মে : ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে চাকরি থেকে শনিবার সাময়িক বরখাস্ত হয়েছেন করিমগঞ্জ জেলার ভাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ আসার উদ্দিন। দাবি উঠেছে অভিযুক্ত আসার উদ্দিনকে গ্রেফতারের।
গত তিনদিন থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক। পুলিশ একাধিক স্থানে অভিযানে নেমে তার কোনও সন্ধান লাভ করতে পারেনি। এনিয়ে প্রতিবাদ শুরু হয়েছে করিমগঞ্জে। আহ্বান করা হয়েছে নাগরিক সভা।
গতকাল শুক্রবার এ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বিজেপির মহিলা মোর্চা সহ যুব মোর্চার কর্মীরা। আজ শনিবার ফের এ ব্যাপারে জেলা বিজেপি কর্মকর্তাদের নিয়ে জেলাশাসক সহ পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে ভাঙ্গা এলাকার ওয়াকিবহাল মহল। স্মারকপত্র তুলে দিয়েছেন জেলাশাসকের হাতে। তাঁরা আসার উদ্দিনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।