Barak Valley

বরাক-ব্রহ্মপুত্র ট্রেন নিয়মিত করা এবং বদরপুরে ফ্লাইওভার স্থাপন সহ বিভিন্ন দাবিতে রাজ্যপাল সকাশে করিমগঞ্জ নদওয়া

করিমগঞ্জ ও বদরপুর : অসমের রাজ্যপাল গোলাবচাঁদ কাটারিয়ার সাথে দেখা করল করিমগঞ্জ জেলা নদওয়া৷ করিমগঞ্জ জেলার বিভিন্ন জ্বলন্ত সমস্যার দ্রুত সমাধান চেয়ে রাজ্যপালের কাছে এক স্মারকপত্র প্রদান করেছে উত্তর-পূর্ব ভারত এমারতে শরিয়াহ ও নদওয়াতু তামিরের করিমগঞ্জ জেলা কমিটি৷

জেলা কমিটির পক্ষে রাজ্যপালের হাতে স্মারকপত্র তুলে দেন জেলা নদওয়ার প্রচার সচিব আইনজীবী হুসাইন আহমদ চৌধুরী ও জেলা যুব নদওয়ার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন৷

স্মারকপত্রে দাবিগুলোর মধ্যে রয়েছে, বরাক-ব্রহ্মপুত্র ট্রেন চলাচল নিয়মিত করা৷ রাজ্যপাল সেই দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করে রেল বিভাগের আধিকারিককে ডেকে বিষয়টি দেখার নির্দেশ দেন৷ রেল আধিকারিক এ বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছেন৷ এছাড়া বদরপুরঘাটে ৬ নং জাতীয় সড়কে রেল লাইনের ওপর ফ্লাই ওভার তৈরি করার দাবি জানায় জেলা নদওয়া৷ বদরপুরঘাটে যানজট সৃষ্টির ফলে অ্যাম্বুলেন্স সহ বিমানের যাত্রী ও অনেক সাধারণ মানুষ সেখানে আটকে পড়েন৷ এতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন৷ তাই সেখানে একটি ফ্লাই ওভার স্থাপনের পাশাপাশি করিমগঞ্জ রেল গেটে ও করিমগঞ্জ-মহিশাসন রেল রুটে গল্লাকিল্লায় আরও ২টি ফ্লাই ওভার নির্মাণ করার দাবি উল্লেখ করা হয় স্মারকলিপিতে৷

এছাড়া বদরপুর-চুরাইবাড়ি জাতীয় সড়কটি যাতে ৪ লেনের হয়, নদওয়া সেই দাবিও জানিয়েছে৷ পঞ্চায়েতরাজ প্রকল্প গুলিকে সঠিকভাবে কার্যকর করা, করিমগঞ্জ জেলার প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা, প্রস্তাবিত ম্যাডিকেল কলেজটির কাজ দ্রুত আরম্ভ করা ইত্যাদির দাবিও জানানো হয়৷ উল্লিখিত দাবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন নদওয়ার প্রতিনিধি দল৷ রাজ্যপাল দাবি গুলো মনযোগের সঙ্গে শুনে বিস্তারিত আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছেন৷

Show More

Related Articles

Back to top button