Barak Valley

বর্হিরাজ্যে মৃত যুবকের পরিবারের পাশে বিধায়ক বিজয়

নিভিয়া : স্ত্রী ও সন্তানদের মুখে দুমুঠো অন্ন যোগান দিতে বহিঃরাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে করুণভাবে মৃত্যুবরণ করা যুবকের পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক বিজয় মালাকার৷

জানা গেছে, নিভিয়ার পার্শ্ববর্তী মাগুরাছড়া চা বাগানের বাসিন্দা কেদার মালাহ পরিবারের ভরণপোষণের জন্য বেঙ্গালুরুতে নির্মাণ শ্রমিক রূপে কর্মরত ছিলেন৷ কিন্তু দু’সপ্তাহ আগে বহুতল ভবনের নির্মাণকাজে শ্রমিক হিসাবে কাজ করার সময় হঠাৎ ক্রেন ভেঙে সিমেন্ট ভর্তি ড্রাম তাঁর উপর পড়ে যাওয়ায় সঙ্গে সঙ্গেই দ্বিখন্ডিত হয়ে যায় কেদারের শরীর৷ এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ হতভাগা কেদারের মৃত্যু সংবাদ গ্রামে ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে৷ কেদারের অকালমৃত্যুতে ৪ সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন তাঁর স্ত্রী৷ পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে সম্বলহীন হয়ে পড়ে দরিদ্র পরিবারটি৷

এতে ওই দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের কাছে আর্জি জানিয়েছিলেন গ্রামের মানুষ৷ ফলে বুধবার বিকেলে হতভাগা ওই বাড়িতে যান বিধায়ক বিজয় মালাকার৷ তিনি শোকাহত পরিবারের পাশে গভীর সমবেদনা জানানোর পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে মৃত কেদারের স্ত্রীর হাতে নগদ আর্থিক সাহায্য তুলে দেন৷ সেই সঙ্গে ওই পরিবারকে তাৎক্ষণিকভাবে অরুণোদয় হিতাধিকারী তালিকাভুক্ত করার নির্দেশ দেন বিধায়ক বিজয়৷ এছাড়াও প্রতিটি মুহূর্তে তিনি পরিবারের পাশে থেকে তাদের সাহায্য করার প্রতিশ্রুতিও দেন তিনি৷ বিধায়ক বিজয় মালাকারের এই তৎপরতার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এলাকার মানুষ৷

Show More

Related Articles

Back to top button