World

বাংলাদেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে

ঢাকা, পিএনসি, ৭ সেপ্টেম্বর: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজা ঘিরে দেশব্যাপী অস্থিরতা সৃষ্টির চেষ্টার আভাস পাওয়া গেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গত বছরের মতো এবারও দুর্গাপূজার সময় পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। এজন্য আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’ তিনি আরও জানান, পূজার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সাম্প্রতিক কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুটা খারাপের দিকে গেছে বলেও মন্তব্য করেন তিনি৷ চৌধুরী বলেন, ‘আমরা চেষ্টা করব দ্রুত পরিস্থিতিকে আগের স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার।’
আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে কি না—এই প্রশ্নে তিনি বলেন, ‘না, আমরা ব্যর্থ হচ্ছি না। সমস্যা হচ্ছে অসহিষ্ণুতা। যারা এসব ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। সবাইকে ধৈর্যশীল হতে হবে।’ নির্বাচনে জনগণের অংশগ্রহণে প্রভাব ফেলবে কি না—এই বিষয়ে তিনি বলেন, ‘জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন তাদের কেউ বাধা দিতে পারবে না। ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া সম্ভব নয়।’

Show More

Related Articles

Back to top button