Barak ValleyAssamNorth-East
ফেসবুকে রিল বানিয়ে ৮ ছাত্র-ছাত্রী সাসপেন্ড

ক্লাসরুমে স্কুল ইউনিফর্ম পরে হিন্দি গানের সঙ্গে নেচে ফেসবুক সহ বিভিন্ন সমাজমাধ্যমে পোস্ট করেছিল কিছু পড়ুয়ারা৷ মুহুর্তে তা ভাইরালও হয়ে যায়৷ এর পরেই স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে আসা মের করিমগঞ্জ জেলার বারইগ্রামের জফরগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ পড়ুয়াকে৷
উল্লেখ্য যে কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছিলেন, স্কুল-কলেজের ক্লাসরুমে ইউনিফর্ম পরে নাচলে তাদের ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে৷ তার পরেও টনক নড়েনি অনেকেরই।