বাগবাহার জিপির ৯ ও ১০ নং খন্ডে চলছে অবৈধ মদের রমরমা ব্যবসা, নাজেহাল অসহায় গ্ৰামবাসী!

ধলাই বিধান সভার অধীনে থাকা প্রত্যন্ত গ্ৰাম বাগবাহার জিপির ৯ ও ১০ খন্ডের প্রায় এক কিলোমিটারের মধ্যে ৪-৫টি অবৈধ চোলাই মদের দোকান চলছে বহাল তবিয়তে,স্থানীয় জনপ্রতিনিধি সহ ধোয়ারবন্দ থানা ও আবগারি বিভাগ নির্বিকার।সব কিছু জেনেও অবৈধ মদের দোকান ও মদ্যপায়ীদের উপদ্যোপের বিরুদ্ধে কোনো ধরনের সঠিক পদক্ষেপ নিচ্ছে না।
উক্ত গ্ৰামে স্থানীয় অসহায় পরুষ -মহিলারা সংবাদমাধ্যমের সাহায্যে একাংশ ভুক্তভোগী জনগন বলেন,বিগত কয়েক বৎসর এই গ্ৰামে মদ্যপায়ীরা দিন-রাত্রীতে সাধারন মানুষদের উপর অবৈধ চোলাই মদ পান করে অযুক্তিকভাবে অত্যাচার চালায়,ঘরের ভিতরে ডুকে জুড়ে আসবাপত্র ছিনিয়ে নেওয়া সহ অসহায় মহিলা ও বাচ্চাদের উপর অকথ্য ভাষায় গালিগালজ সহ শারীরিক অত্যাচার চালায়, এরমধ্যে একজনের নাম হলো তপন দাস (৩২) এবং তার ছোট ভাই পান্না দাস ঠিক একইভাবে মদ্যপ অবস্থায় সাধারন মানুষের উপর অত্যাচারের কারণে গ্ৰামের বয়োজ্যেষ্ঠ লোকেরা বিচার করে তাকে কিছুটা শাস্তি দেওয়া হয় কিন্তু অন্যান্য মদ্যপায়ীদের অত্যাচার আজও অব্যাহত।
গ্ৰামের পথে আসা -যাওয়া করা মহিলা ও স্কুল পরুয়া ছাত্র-ছাত্রীদেরকে অসভ্য ভাষায় গালিগালিজ করে উক্ত গ্ৰামের মদ্যপায়ীরা। তাই বাগবাহার জিপির ৯ ও ১০ নম্বর খন্ডের এই অবৈধ চোলাই মদের দোকান গুলিকে অতিসত্বর বন্ধ করা সহ মদ সেবনকরী মদ্যপদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য অনুরোধ জানান ধলাই বিধান সভার বিধায়ক তথা আসামের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ ধোয়ারবন্দ থানার পুলিশ কর্তৃপক্ষদের অনুরোধ জানান একাংশ স্থানীয় ভুক্তভোগী অসহায় জনগন,তা না হলে গন আন্দোলনের দিকে অগ্ৰসর হবেন।