Barak Valley

বিধ্বংসী আগুনে একসঙ্গে পুড়ে মৃত্যু ১৬টি গরুর, জখম দু’টি! ক্ষতি ১০ লক্ষ

  • ঘটনা পূর্বপরিকল্পিত, দাবি VHP-জাগরণ মঞ্চের
  • সরজমিনে কাঁঠালতলি পুলিশ, শুরু তদন্ত

পাথারকান্দি : প্রায় ১০ বছরের মাথায় ফের একই কায়দায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে একই বাড়িতে জীবন্ত দগ্ধ হল ১৬টি গরু৷ হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে পাথারকান্দির বাঘন জিপির ইন্দুরাইল বস্তিতে৷

ঘটনার বিবরণে প্রকাশ বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় রামাধর কৈরির গোয়ালঘরে হঠাৎ করে অগ্নিকাণ্ড ঘটে যায়৷ আগুনের লেলিহান শিখা মাটির দেওয়াল বেষ্টিত টিনের ছাউনির গোয়ালঘরটি গ্রাস করে নেয়৷ এতে ঘরে বাঁধা থাকা অবস্থায় বিভিন্ন বয়সের ১৬টি আগুনে পুড়ে যায়৷ তখন রামধরের ২ পুত্র সুরত ও সুজিত এগিয়ে গিয়ে ২টি গরুকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন৷ এতে গুরুতর আহত হন সুজিত৷

এমন কাণ্ডের খবর পেয়ে শুক্রবার সকালে কাঁঠালতলি পুলিশ তদন্তে নেমে পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে৷ ওই কাণ্ডে একাংশ জনগণের ধারণা, বিদ্যুতের শর্ সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে৷ তবে আরেকটি অংশের ধারণা, কোনও দুষ্টচক্র প্রতিহিংসামূলক কারণে পেট্রোল ছিটিয়ে এমন কাণ্ড ঘটিয়ে পুরো পরিবারকে নিংশেষ করার মতলবে ছিল৷ এই কাণ্ডের সুষ্ঠ তদন্ত সহ ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সাহায্য পাইয়ে দিতে স্থানীয়রা সিও, ডিসি সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন৷

এদিকে, স্থানীয় জনগণের কথায় ওই এলাকায় অগ্নিনির্বাপক গাড়ি চলাচলের মতো সড়ক না থাকায় দমকল বাহিনী যথাসময়ে অকুস্থলে পৌঁছাতে পারেনি বলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে৷ বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস উদ্বেগ প্রকাশ করে এ কাণ্ডের সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন৷

Show More

Related Articles

Back to top button