Barak Valley

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে করিমগঞ্জে জেলা দিবস পালিত

জনসংযোগ, করিমগঞ্জ : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১ জুলাই, সোমবার করিমগঞ্জ জেলা দিবস পালিত হয়৷ এদিন সকাল ৭টায় জেলা তথ্য ও জনসংযোগ কার্যালয়ের স্থায়ী মাইকযোগে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশিত হয়৷ এরপর করিমগঞ্জ শহরে মনীষীদের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়৷

এদিকে, ওই দিবস উপলক্ষে District Hub for Empowerment of Women-র উদ্যোগে মহিলাদের কল্যাণে ১০০ দিবসীয় কর্মসূচি সংকল্পের অধীনে PCPNDT আইন নিয়ে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় নিলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়৷ স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত ADC, স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক, MH-র DPM, SDM & HO, DME, CHO, ANM, আশাকর্মী এবং BPHC-র কর্মীরা এতে অংশগ্রহণ করেন৷

অনুষ্ঠানে District Hub for Empowerment of Women-র District Programme Co-Ordinator ১০০ দিনের কর্মসূচি সংকল্পের বৈশিষ্ট্য, কারা এতে সেবা পাবেন তা নিয়ে আলোচনা করেন৷ পাশাপাশি, মিশন শক্তি এবং এর অধীনে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা অভিযান, IPPB-র সঙ্গে আধার সংযোজন শিবির অনুষ্ঠিত হয়৷ এতে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত ADC সংকল্পের ১০০ দিনের কর্মসূচি এবং মিশন শক্তি নিয়ে অগ্রণী কর্মীদের সচেতনতা প্রচার করতে পরামর্শ দেন৷ NHM-র DPM PCPNDT আইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং মহিলাদের ঋতুকালীন স্বচ্ছতার স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে পরামর্শ দেন৷ পাশাপাশি তিনি DHEW-র সঙ্গে সমন্বয় করে MHM, PCPNDT, PMMVY যোজনার বিষয়গুলি আরও বেশি লোকের কাছে পৌঁছাতে নির্দেশ দেন৷

এদিকে, ওইদিন পাথারকান্দি ICDS প্রকল্পের Sector Superviser, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের নিয়ে CDPO-র উপস্থিতিতে ২য় অনুষ্ঠান পাথারকান্দির B.Ed. College-এ অনুষ্ঠিত হয়৷ এতে DHEW-র DPC PCPNDT আইন এবং ১০০ দিনের বিশেষ অভিযানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেন এবং মিশন শক্তির সমস্ত উপাদান সম্পর্কে সেক্টর এবং জিপি স্তরে সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়ার জন্য সুপারভাইজারদের পরামর্শ দেন৷

এদিকে, জেলা দিবসের সঙ্গে সঙ্গতি রেখে ওইদিন সংকল্প কর্মসূচির অধীনে DHEW-র উদ্যোগে এবং জেলা প্রশাসন এবং জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় Career Counseling ও ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে সচেতনতা পর্বের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে Asstt. Cmsnr. রূপক মজুমদার, প্রিয়াঙ্কা ইয়ুমনাম, জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের সদস্য সচিব মনিকা বড়ো, Team Karimganj-র Founder & CEO ঋষিরাজ ভট্টাচার্য, বিদ্যালয় সমূহের পরিদর্শকের প্রতিনিধি ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করেন৷ অনুষ্ঠানে Career Counseling নিয়ে আলোচনা করেন ঋষিরাজ ভট্টাচার্য পাশাপাশি, ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন দিক নিয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন মনিকা বড়ো৷

Show More

Related Articles

Back to top button