বিশ্বনাথে দুৰ্নীতি দমনের অভিযানে গ্রেফতার বিদ্যালয়ের করণিক

বিশ্বনাথ, ৬ এপ্রিল : এবার বিশ্বনাথে লালঘরের অতিথি হয়েছেন একটি বিদ্যালয়ের করণিক। আজ বৃহস্পতিবার বিশ্বনাথ জেলার বিশ্বনাথঘাটে অবস্থিত ফকরউদ্দিন আলি আহমেদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের করণিক আনোয়ার হুসেনকে ঘুষের টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছেন ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন (ডিভিএসি) আধিকারিকরা।
উল্লেখ্য, বিশ্বনাথঘাটে ফকরউদ্দিন আলি আহমেদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম গত ২০২২ সালের মাৰ্চে অবসর গ্ৰহণ করেছিলেন। পেনশনের কাজ করে দেওয়ার বিনিময়ে ওই বিদ্যালয়ের করণিক আনোয়ার হুসেন শিক্ষক কাশেমের কাছে ২২ হাজার টাকা উত্কোচ দাবি করছিলেন।
উত্কোচ দিতে অস্বীকার করে অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন (ডিভিএসি)-এর দ্বারস্থ হন। আজ অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বনাথের দুৰ্নীতি ও অপরাধ অনুসন্ধান শাখার আধিকারিকদের পরামৰ্শ অনুযায়ী করণিক আনোয়ার হুসেনকে দাবির অগ্রিম হিসেবে ৫ হাজার টাকা উত্কোচ দেওয়ার সময় ডিভিএসি-র আধিকারিকরা হাতেনাতে গ্ৰেফতার করেন।