Updates

বিশ্ব পরিবেশ দিবস পালনের নির্দেশ

জনসংযোগ, হাইলাকান্দি : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে৷ এ উপলক্ষে জেলার সব সরকারি কার্মালয়ে এদিন সকাল ১১টায় গাছের চারা লাগানো হবে৷ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ও স্বাস্থ্য বিভাগের সব ক’টি চিকিৎসা পরিষেবা কেন্দ্রে সকাল ১১টায় চারা গাছ লাগানো হবে৷

জেলা প্রশাসন এক নির্দেশ জারি করে জেলার সব বিভাগীয় প্রধান, বিদ্যালয় পরিদর্শক, সমাজ কল্যাণ আধিকারিক ও স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালককে তা কার্যকর করতে বলা হয়েছে৷ উল্লেখ্য, ডিএফও-কে এই কাজে গাছের চারা সরবরাহ সুনিশ্চিত করতে বলা হয়েছে৷

Show More

Related Articles

Back to top button