বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত করিমগঞ্জে

জনসংযোগ, করিমগঞ্জ : মঙ্গলবার করিমগঞ্জেও নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল বিশ্ব ম্যালেরিয়া দিবস৷
এদিন এই দিবস উদযাপনের অঙ্গ হিসেবে এক সচেতনতা শোভাযাত্রা বের হয়৷ স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম-সঞ্চালক ডা. রঞ্জিত বৈদ্য পতাকা নেড়ে শোভাযাত্রার সূচনা করেন৷ এতে ডা. আর বেগম, SDM&HO, NHM-র DAM শঙ্করলাল দে, NCVBDC-র জেলা পরামর্শদাতা দেবজিৎ দে, মহামারি বিশেষজ্ঞ সুমিত রায় সহ অন্য আধিকারিকদের উপস্থিতিতে করিমগঞ্জ শহরের নার্সিং প্রশিক্ষণার্থী ও আশাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন৷ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক পরিক্রমা করেন
পরে ডা. বৈদ্য বলেন, ম্যালেরিয়া ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে৷ তবুও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তিনি মশারি ব্যবহার ও জল জমতে না দেওয়ার ওপর জোর দেন৷ দেবজিৎ দে, District Consultant, NCVBDS জানান, বিশ্ব ম্যালেরিয়া দিবস পালনের অঙ্গ হিসেবে মশারি ওষুধিযুক্ত করা, ম্যালেরিয়া সচেতনতা বিষয়ক পথনাটক ইত্যাদি বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷
পাশাপাশি পৌর এলাকায় নালা ও জলশায়ে গাপ্পি মাছ ছাড়া হয়েছে৷ এছাড়া করিমগঞ্জ শহরের সব ওয়ার্ডে সোর্স রিডাকশন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ সমস্ত ব্লকজুড়ে স্কুল স্তরে ম্যালেরিয়া সম্পর্কে সচেতনতা, সমাবেশ, মশারি ওষুধিযুক্ত করা, ক্যাম্পের সঙ্গে সামাজিক সচেতনতাও অনুষ্ঠিত হচ্ছে৷ করিমগঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে মশার বংশবৃদ্ধি রোধে অ্যান্টি লার্ভাল স্প্রে করা হবে৷
উল্লেখ্য, বিশ্ব ম্যালেরিয়া দিবস প্রতি বছর ২৫ এপ্রিল পালন করা হয়৷ কারণ, এই দিনটিতেই ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া হয়েছে৷ বিশ্বব্যাপী ১০৬টি দেশের ৩.৩ বিলিয়ন মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছেন বলে NHM-র DME সুমন চৌধুরী এদিনের অনুষ্ঠানে জানান৷