Barak Valley
বুনো মাশরুম না খাওয়ার পরামর্শ হাইলাকান্দি স্বাস্থ্য বিভাগের

জনসংযোগ, হাইলাকান্দি : রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশন থেকে প্রচারিত এক আবেদনে জনসাধারণকে বুনো মাশরুমকে খাদ্য হিসেবে গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ধরনের বিষাক্ত মাশরুম খেয়ে সম্প্রতি ডিব্রুগড়ে এক ব্যক্তির প্রাণ যাওয়ায় স্বাস্থ্য বিভাগ থেকে এই সতর্কতা জারি করা হয়েছে। ডিব্ৰুগড়ে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলা প্রশাসনের নির্দশে স্বাস্থ্য দফতর থেকে জেলাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।