বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের নতুন সংগঠন

শিলচর : কাছাড়ে আত্মপ্রকাশ করল বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের নতুন সংগঠন৷ বুধবার শিলচরে জেলার বিভিন্ন প্রান্তের বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এক সভায় গঠন করা হয় কাছাড় ‘E-Media Journalist Association’ নামের এই সংগঠন৷ সভায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়৷ বিশেষ করে একাংশ Facebook সাংবাদিকদের দরুন মূলধারার সাংবাদিকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিমত ব্যক্ত করে এদের লাগাম টেনে ধরার উপর গুরুত্ব আরোপ করা হয়৷ সঙ্গে সাংবাদিকতার সঙ্গে জড়িত নন এমন কিছু লোকও এক্ষেত্রে সরকারের স্বীকৃতি হিসাবে card পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়৷ সংগঠনের সভাপতি মনোনীত হয়েছেন অভিজিৎ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিক্রম সরকার৷ দু’জন সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন মজুমদার ও আহাদুল আহমদ৷ কোষাধ্যক্ষ অরূপ নন্দী৷ কার্যকরী সদস্য আঁখী দাস, রাজীব হোসেন, সমীর সেন ডেকা, আবুল কালাম, বিক্রম দাস, নৈতিক শীল, দিলীপ সিং ও পাপলু দাস৷