Barak ValleyAssamNorth-East

এলংজুরিতে দুর্ঘটনাগ্রস্ত লাইমস্টোন বোঝাই ডাম্পার

করিমগঞ্জ : এক বড়ো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে করিমগঞ্জ শহরের উপকন্ট এলংজুরি এলাকা । মঙ্গলবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় অভার লোড লাইমস্টোন বোঝাই লরি । তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি ।

জানা গেছে, লাইমস্টোন বোঝাই নিয়ে সুতারকান্দি যাওয়ার পথে এলংজুরিতে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় এনএল-০১-এই-৩৮৮৪ নম্বরের লরিটি । ঘটনার পর অভারলোড লরি থেকে অনেকগুলো লাইমষ্টোন ছড়িয়ে ছিটিয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ বসতবাড়ি ।

Show More

Related Articles

Back to top button