ভারতমাতার পুজোকে ঘিরে ব্যাপক উদ্দীপনা করিমগঞ্জে

করিমগঞ্জ : প্রতিবছরের মতো এবারও উৎসাহ-উদ্দীপনায় ভারত মাতার পূজা অনুষ্ঠিত হচ্ছে করিমগঞ্জে৷ মঙ্গলবার সন্ধ্যায় পুজো মণ্ডপের উদ্বোধন করেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও করিমগঞ্জের পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব৷ বুধবার দিনভর পূজার্চনা হয়৷ দুপুরে বিতরণ করা হয় মহাপ্রসাদ৷ অন্যদিকে, বুধ ও বৃহস্পতিবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভার আয়োজন করা হয়৷ করিমগঞ্জ সর্বজনীন শ্রীশ্রী ভারতমাতা পুজো কমিটির উদ্যোগে ১৩-১৫ আগস্ট স্টেশন রোডের ইএন্ডডি কলোনির প্রবেশ পথে ভারত মাতার পুজো উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়৷ মঙ্গলবার মায়ের প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়া হয়৷
মঙ্গলবার রাতেই পুজো মণ্ডপ উদ্বোধন করেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও করিমগঞ্জের পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব৷ উপস্থিত ছিলেন পুজোক কমিটির সভাপতি মনোজিৎ চৌধুরী ও পৌরকমিশনার নির্মল বণিক সহ অন্যান্যরা৷
ভারত মাতার পুজায় সাবাইকে সামিল হওয়ার আহ্বান জানান পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব এবং আয়োজক কমিটির সভাপতি মনোজিৎ চক্রবর্তী৷
এদিকে, বুধবার দিনভর পূজার্চনা হয়৷ দুপুরে অগণিত মানুষ মহাপ্রসাদ গ্রহণ করেন৷ পুজো উপলক্ষে এবার করিমগঞ্জ কলেজ সংলগ্ন এলাকায় যেমন আলোকসজ্জা করা হয়েছে তেমনই সুন্দর মণ্ডপসজ্জা নজর কেড়েছে৷ পুজোকে সর্বাঙ্গ সুন্দর করতে পৃথ্বীশ দাস, দেবদুলাল দাস সহ অন্যান্যরা সক্রিয় অংশ নেন৷