Assam

ভারতরত্ন ড. বিআর আম্বেদকারের ১৩২-তম জন্মবার্ষিকী পালন এনএফ রেলওয়ের

গুয়াহাটি, ১৭ এপ্রিল : ভারতরত্ন ড. বিআর আম্বেদকারের ১৩২-তম জন্মবার্ষিকী পালন করেছে উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ে। আজ সোমবার গুয়াহাটির মালিগাঁওয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সদর কার্যালয় চত্বরে ড. ভূপেন হাজরিকা সভাগৃহে পালিত হয়েছে এই অনুষ্টান। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার সুনীল কুমার ঝা এবং অন্যান্য আধিকারিকরা প্রদীপ জ্বালিয়ে এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে ভারতীয় সংবিধানের জনক ভারতরত্ন ড. বিআর আম্বেদকারের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। উত্তর পূর্বসীমান্ত রেলওয়ের সদর দফতরের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন সংস্থা এবং ইউনিয়নের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ড. বিআর আম্বেদকার ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইন ও ন্যায়মন্ত্রী এবং ভারতের সংবিধানের প্রধান স্থপতিবিদ। এছাড়া তিনি একজন বিশিষ্ট ভারতীয় ন্যায়বিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারকও ছিলেন। একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণকারী ভারতীয় সংবিধান প্রণেতা, বহু প্রতিকূলতার মধ্যেও শিক্ষা ক্ষেত্রে সুনাম অর্জন করেছিলেন। শুধু দেশেই নয় বিদেশেও তাঁর খ্যাতি ছিল। অনুষ্ঠানে বক্তব্য পেশ করে কথাগুলি বলেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার সুনীল কুমার ঝা।

তিনি বলেন, আমাদের সংবিধান প্রণয়ন, সমাজের সকল শ্রেণির জন্য ন্যায় বিচার ও সমতা প্রদান এবং সমাজের সুবিধা-বঞ্চিত অংশের উন্নয়নে ড. বিআর আম্বেদকারের অবদান অনস্বীকার্য। তিনি নারীর ক্ষমতায়নে ড. বিআর আম্বেদকারের ভূমিকারও প্রশংসা করেন। তাঁর সমগ্র জীবন সমাজের সকল শ্রেণির জন্য অনুপ্রেরণা, বলেন জেনারেল ম্যানেজার সুনীল ঝা।


Show More

Related Articles

Back to top button