করিমগঞ্জে পালিত শ্রমিক দিবস

করিমগঞ্জ, ১মে : আজ সোমবার ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত হয়েছে করিমগঞ্জে। শ্রমিক দিবস উপলক্ষ্যে সোমবার সকালে সিআইটিইউ অফিসে পতাকা উত্তোলন, শহিদ বেদিতে মাল্যদান করা হয়। নিজ নিজ কার্যালয়ে পতাকা উত্তোলন করেন ডাক, ব্যাংক, বিমা, বিদ্যুত্ কর্মচারীরা। প্রধান ডাকঘরের সামনে জয়েণ্ট কাউন্সিল অব ট্রেড ইউনিয়নের রক্ত পতাকা উত্তোলন করেন শ্রমিক কর্মচারীরা।
করিমগঞ্জ জেলা সদর ছাড়াও বাজারিছড়া, দোহালিয়া, আনিপুর, বরুয়ালা, বারইগ্রাম এবং করিমগঞ্জের টিলাবাজার, সুপ্রাকান্দি, বরকতপুর, চরগোলা, সোজপুরে সিআইটিইউ-এর সদস্যরা মে দিবসের পতাকা উত্তোলন করেন।
বদরপুর শহরে সিআইটিইউর সদস্যরা হাতে হাতে লাল পতাকা নিয়ে মিছিল বের করেন। মিছিলে নেতৃত্ব দেন সিআইটিইউ করিমগঞ্জ জেলা সম্পাদক তরুণ গুহ এবং সারা অসম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের করিমগঞ্জ জেলা সভাপতি পার্থ হাজরা।
বিকাল ৫.৩০টায় তুষার ভট্টাচার্যের পৌরোহিত্যে করিমগঞ্জের আম্বেদকর পার্কে শ্রমিক-কর্মচারীদের যৌথ সভায় বক্তব্য পেশ করেন জেসিটিইউ নেতা তরুণ দে, ব্যাংক কর্মচারী আন্দোলনের নেতা জন্মেজয় ভট্টাচার্য, বিমা কর্মচারী আন্দোলনের নেতা অরূপ চক্রবর্তী, সিআইটিইউ নেতা কালিপদ নাথ প্রমুখ।
বক্তারা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি, শ্রমজীবী মানুষের উপর নামিয়ে আনা আক্রমণ, নতুন পেনশন স্কিমের বিরোধিতা করেন। শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিলের দাবি তুলেছেন বক্তারা।
আজকের সমাবেশ থেকে ক্যাজুয়েল, চুক্তি-শ্রমিকদের স্থায়ীকরণ, শূন্যপদ পূরণের ডাক দেওয়া হয়েছে। বরাক উপত্যকার শূন্যপদগুলিতে নিয়োগে স্থানীয় প্রার্থীদের প্রাধান্য দেওয়া, মধ্যাহ্ন ভোজন কর্মীদের বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়। সমাবেশ থেকে সমস্ত রকম সাম্প্রদায়িক, বিভেদ ও হিংসার রাজনীতিকে পরাস্ত করে শ্রমজীবী মানুষদের ব্যাপক ঐক্য গড়ে তোলার ডাক দেওয়া হয়। সমাবেশ শেষে শ্রমিক কর্মচারীদের এক বর্ণাঢ্য মিছিল আম্বেদকর পার্ক থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে নেতাজি মূর্তির পাশে শেষ হয়।