Barak Valley

ভূপেন ফ্যানস অ্যাসোসিয়েশনের শাখা গঠন

হাইলাকান্দি পিএনসি ১৫ জুন – সুধা কন্ঠ ভূপেন হাজরিকার অবদান সমূহের প্রচার ও প্রসারের উদ্দেশে গুয়াহাটিতে গঠিত ড ভূপেন হাজরিকা ফেনস এসোসিয়েশন আসামের হাইলাকান্দি শাখা গঠন করা হয়েছে।
এতে বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী গৌতম গুপ্ত কে সভাপতি ও মনোজ কান্তি দাসকে সাধারণ সম্পাদক করে এগারো সদস্য বিশিষ্ট হাইলাকনদি জেলা কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার হাইলাকন্দির কালীবাড়ি রোডে আয়োজিত এক অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে শাখাটির উদ্বোধন করেন ফেনস এসোসিয়েশন আসামের কেন্দ্রীয় সভাপতি হারাণ দে । সঙ্গে ছিলেন গৌতম গুপ্ত, মনোজ্ঞ কান্তি দাস, কবি আশুতোষ দাস, সাংবাদিক শতানন্দ ভট্টাচার্য ও লিটন দেব।

অনুষ্ঠানে বিভিন্ন বক্তা তাঁদের ভাষনে আশা প্রকাশ করেন যে সংস্কৃতি চর্চার মাধ্যমে বরাক ও ব্ৰহ্মপুত্ৰ উপত্যকার মধ্যে সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করতে এই এসোসিয়েশন কাজ করে যাবে।

Show More

Related Articles

Back to top button