Barak Valley
মঙ্গলবার হাইলাকান্দিতে বিধানসভার পাবলিক একাউন্টস কমিটি

জনসংযোগ, হাইলাকান্দি, ২০ সেপ্টেম্বর : চেয়ারম্যান বিধায়ক নুরুল হুদার নেতৃত্বে ছয় সদস্যের আসাম বিধানসভার পাবলিক একাউন্টস কমিটি মঙ্গলবার হাইলাকান্দি আসছেন। কমিটি ওই দিন হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন সরজমিনে খতিয়ে দেখবেন। এরপর বিকেল পাঁচটায় কমিটি প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবে। কমিটির অন্য সদস্যরা হলেন পাঁচ বিধায়ক উৎপল বরা, ভবেন্দ্র নাথ ভরালি, কৌশিক রাই, হাফিজ বশির আহমদ এবং আব্দুল করিম বড়ভূঁইয়া।