দোষীদের শাস্তির দাবিতে মোমবাতি মিছিল পাথারকান্দিতে

পাথারকান্দি : কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং পরে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদ আজও অব্যাহত রয়েছে সর্বত্র৷ রবিবার করিমগঞ্জ জেলা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পাথারকান্দি শাখার উদ্যোগে এ ঘটনার প্রতিবাদে বের হয় মোমবাতি মিছিল৷ মিছিলটি পাথারকান্দি টাউন কালিবাড়ি থেকে শুরু করে সমস্ত শহর পরিক্রমা করে৷
পরে এনিয়ে কথা বলতে গিয়ে শাখার কর্মকর্তারা এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান৷ মিছিলে উপস্থিত বিদ্যার্থী পরিষদের কার্যকরী সমিতির সদস্যা তনুশ্রী দাস বলেন, আমরা আমাদের চিকিৎসক বোনকে এখনও ভুলিনি৷ যতক্ষণ পর্যন্ত তাঁর খুনিরা শাস্তি পাবে না৷ ততক্ষণ এই কাণ্ডে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে৷ তিনি বলেন, আজকের দিনৈ মহিলারা বাইরে কোনওভাবে নিরাপদ নয়৷ প্রায় প্রতিদিনই অহরহ এধরনের কোনও না কোন ঘটনা ঘটছে৷ তিনি খুনিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান৷ এদিনের মোমবাতি মিছিলে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা SFD প্রমুখ সায়ন দেব, পাথারকান্দি শাখার শাখা সহ সম্পাদক সৌরভ দাস সহ অন্য সদস্যরা৷