মণিপুরে উলটে গেল পড়ুয়া বোঝাই বাস, অনেকের মৃত্যুর আশঙ্কা

মনিময় দে, ইম্ফল, ২১ ডিসেম্বর : ভয়াবহ দুর্ঘটনা মণিপুরে৷ বাঁকের মুখে উলটে গেল পড়ুয়া বোঝাই বাস৷ একটি হায়ার সেকেন্ডারি স্কুলের পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল একটি বাস৷ আচমকাই দুর্ঘটনার মুখোমুখি হয় বাসটি৷ মণিপুরের নোনি জেলায় এই দুর্ঘটনা৷
স্থানীয় সূত্রে খবর, প্রায় ৩৬ জন ছাত্র-ছাত্রী ও স্টাফদের নিয়ে বাসটি বাৎসরিক শিক্ষামুলক ভ্রমণে বেরিয়েছিল৷ আচমকাই দুর্ঘটনার মুখে পড়ে বাসটি৷ প্রাথমিক রিপোর্টে জানা গেছে, ৫ জন পড়ুয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে৷ একে একে জখম অন্যান্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে৷ জখমদের মধ্যে অনেকের আঘাত গুরুতর৷ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
ননি জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, কতজন হতাহত হয়েছে, সেব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না৷ তবে মৃতের সংখ্যা বাড়তে পারে৷
এদিকে, কয়েকজন জখম ছাত্রকে ইম্ফলের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সেখানেই তাদের চিকিৎসা চলছে৷
ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী ডঃ সপম রঞ্জন সিং ওই এলাকায় গিয়েছেন৷ কীভাবে দুর্ঘটনাটি হল তা খতিয়ে দেখা হচ্ছে৷ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ টুইটে জানান, দুর্ঘটনার খবরে অত্যন্ত মর্মাহত৷ ওল্ড কাছাড় রোডে নিয়ে যাচ্ছিল বাসটি৷ তখনই বাসটি দুর্ঘটনায় পড়ে৷ SDRF, Medical Team, MLA উদ্ধারে নেমেছে৷ সকলের সুরক্ষার জন্য প্রার্থনা করছি৷
স্থানীয় সূত্রে খবর, বাঁকের মুখে নিয়ন্ত্রণ রাখতে পারেনি বাসটি৷ এরপরই বাসটি উলটে যায়৷ ঘটনাস্থলেই ৫ পড়ুয়ার মৃত্যু হয়৷ বাকিদের একে একে উদ্ধার করা হয়৷