Barak Valley

মরণোত্তর দেহদানের অঙ্গীকার পঞ্চমীর

করিমগঞ্জ : শুক্রবার মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করলেন পঞ্চমী দেব৷ এদিন করিমগঞ্জ মেইন রোড স্টেট ব্যাঙ্কের পাশে তাঁর বাসভবনে স্বাক্ষর করেন পঞ্চমী৷ অঙ্গীকার পর্বে হিউম্যান সায়েন্স ফোরামের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি প্রবীর রঞ্জন নাথ, সহ-সভাপতি শুভাশিস ভট্টাচার্য, সম্পাদক মনোজ দেব, কোষাধ্যক্ষ পিকলু দাস সহ সদস্য বিশ্ববরণ বড়ুয়া ও হীরক দত্ত৷ সাক্ষী হিসাবে স্বাক্ষর করেন পঞ্চমীর বাবা সজল দেব ও মা জোৎস্না দেব৷ সবাই পঞ্চমীর এই পদক্ষেপের প্রশংসা করেন এবং ফোরামের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়৷

Show More

Related Articles

Back to top button