Barak Valley

মহীতোষ দাসের প্রয়াণে সিনিয়র সিটিজেনসের শোক সভা

করিমগঞ্জ : শিক্ষাবিদ ও সমাজসেবী মহীতোষ দাসের প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত হল৷ আসাম সিনিয়র সিটিজেনস করিমগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের কার্যালয়ে রবিবার বিকেলে আয়োজিত হয় শোকসভা৷ অ্যাসোসিয়েশনের সভাপতি বিপুলবিহারী শর্মাচার্যের পৌরোহিত্যে সভায় প্রয়াত দাসের বর্ণময় জীবন বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়৷ প্রয়াতের বিস্তৃত জীবনপঞ্জি বিশ্লেষণ করে অনেকে সমাজে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন৷

শোকসভায় বক্তব্য রাখেন সভাপতি বিপুলবিহারী শর্মাচার্য, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দত্ত, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায়, অভিযান কান্তি মজুমদার, মনোতোষ দেব৷ সভা শেষে শোক প্রস্তাব পাঠ করে ১ মিনিট নীরবতা পালন করে বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়৷ সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানানো হয়৷

Show More

Related Articles

Back to top button