মাতৃভাষা গৌরব সপ্তাহ উদযাপন উপলক্ষে অভিনব উদ্যোগ করিমগঞ্জের সরস্বতী বিদ্যা নিকেতনের।

সুস্মিতা দাস, করিমগঞ্জ: মাতৃভাষা গৌরব সপ্তাহ উদযাপন উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিয়ে নজির তৈরি করল করিমগঞ্জের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরস্বতী বিদ্যা নিকেতন।
আজ বিদ্যালয়ের নতুন প্রজন্মের কচিকাঁচা ছাত্র ছাত্রীদের নিয়ে ভারতের বাঙালি মনীষীদের জীবন্ত প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়। এ প্রসঙ্গে বিদ্যালয়ের শিশু বাটিকার প্রধান পুলোমা পুরকায়াস্থ বলেন, ভারত সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে এ উপলক্ষে রাজ্য সরকারের নির্দেশে “ভাষা গৌরব” সপ্তাহ উদযাপন করার নির্দেশ পাওয়ার পর নানা কার্যসূচির মধ্যে আজ ছিলো শিশুদের মধ্যে মহাপুরুষ খুঁজে নেওয়া এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদেরকে পরিচিতি করিয়ে দেওয়া। এদিন বিভিন্ন মহাপুরুষদের ভূমিকায় থাকা শিশুদের মধ্যে কমলা ভট্টাচার্য (প্রিয়ব্রতা চক্রবর্তী), আশাপূর্ণা দেবী (বিথীকা নাথ), কামিনী রায় (সোনাক্ষী দাস), সারদা দেবী (ঋত্বিকা চক্রবর্তী), রানী রাসমণি (পূর্বা দেব), ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর (প্রতীক পুরকায়স্থ), জীবনানন্দ দাশ (রম্য দীপ বণিক), শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (শ্নোক দাস), রবীন্দ্রনাথ ঠাকুর (হর্সদীপ্ দে), বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (ঈশান দে), রাজা রামমোহন রায় (ঋতুরাজ গোস্বামী),
স্বামী বিবেকানন্দ (সৌভিক আদিত্য)।