Barak Valley

মানুষের সেবাই ভগবানের সেবা : স্বামী পূর্ণপ্রজ্ঞানন্দজি

ত্রাণ বিতরণ অব্যাহত করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের

করিমগঞ্জ : মানুষের পাশে দাঁড়িয়ে শিব জ্ঞানে জীব সেবা করার কথা বলেছেন স্বামী বিবেকানন্দ৷ স্বামীজী বলেছেন, পরোপকারই ধর্ম, অরপকে ভালোবাসাই ধর্ম৷ সেই বার্তাকে সামনে রেখে প্রাকৃতিক দুর্যোগের সময় বানভাসিদের মধ্যে ত্রাণ বন্টন অব্যাহত রেখেছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন৷ বুধবার দুর্গত এলাকার সড়কগুলি জলমগ্ন থাকার পরও নৌকা করে ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের কাছে ছুটে যান আশ্রমের সন্ন্যাসীরা৷

নলেগড়, নাথুপুর, দিঘিরপার, নয়াপাড়া, পুটিমারা সহ বেশ কয়েকটি গ্রামের ৫০০ অধিক বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেন করিমগঞ্জ আশ্রমের সন্ন্যাসী স্বামী পূর্ণপ্রজ্ঞানন্দজি মহারাজ৷ এদিন মহারাজ বলেন, বুধবার ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে দুর্যোগের মুখে পড়ে মিশনের গাড়িটি৷ এরপর নৌকা করে নিয়ে গিয়ে বানভাসিদের মধ্যে বিতরণ করা হয় ত্রাণ সামগ্রী৷

প্রতিদিন সার্ভে করে তালিকা প্রস্তুত করে সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে

দ্বিতীয় দফার বন্যায় করিমগঞ্জ জেলার মানুষ অসহায় হয়ে পড়েছেন৷ করিমগঞ্জ আশ্রমের সম্পাদক স্বামী প্রভাসানন্দজির নেতৃত্বে ইতিমধ্যে কয়েক হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে৷ প্রতিদিন সার্ভে করে তালিকা প্রস্তুত করে সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে বলে জানান তিনি৷ বুধবারের ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করেন স্বেচ্ছাসেবক উত্তম ভট্টাচার্য, কিরন্ময় দাস, সজল শুক্ল, মৃণাল দাস সহ অনেকে৷

Show More

Related Articles

Back to top button