Barak Valley

মালুয়ার কান্দিগ্রামে ইঅ্যান্ডডি বাঁধ ভেঙে প্লাবিত বহু এলাকা

বদরপুর : মালুয়ার কান্দিগ্রামে ইঅ্যান্ডডি বাঁধ ভেঙে হুহু করে প্রবেশ করছে বরাকের জল৷ এতে জগন্নাথপুর, জালালপুর সহ আশপাশের সব গ্রাম জলের তলায় চলে যাচ্ছে৷

মালুয়ার কান্দিগ্রাম নদীবাঁধ নির্মাণে বৃহৎ কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ প্রায় বছর দেড়েক আগে এই নদী বাঁধ নির্মাণের নামে টাকা বরাদ্দ করা হয়েছিল জলসম্পদ বিভাগ থেকে৷ কিন্তু জোড়াতালি দিয়ে কোনও মতে বাঁধ নির্মাণ করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে৷ বলে অভিযোগ উঠেছে৷ আগেও একবার বাঁধের এই অংশ ভেঙে গিয়েছিল৷ বাঁশ ও মাটির বস্তা দিয়ে বাঁধের অংশ অংশ সাময়িক মেরামত করা হয়েছিল৷

এ দিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বদরপুরের সার্কল অফিসার, করিমগঞ্জের জেলাশাসক, জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমদ, শ্রীগৌরী মণ্ডল বিজেপির সভাপতি রূপম কুমার পাল৷

বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমদ বলেন, নদী বাঁধের কাজ নিম্নমানের হয়েছে৷ বিভাগীয় তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি৷ শ্রীগৌরী মণ্ডল বিজেপির সভাপতি রূপম কুমার পাল বলেন, নদী বাঁধ মেরামতে বদরপুর জলসম্পদ বিভাগ চরম গাফিলতি করেছে৷ ফলে বাঁধ ভেঙে হুহু করে প্রবেশ করছে বরাকের জল৷ এতে জগন্নাথপুর সহ অন্যান্য গ্রাম জলে তলিয়ে যাচ্ছে৷

Show More

Related Articles

Back to top button