Barak Valley

মিশন লাইফ : নেহেরু যুব কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযান করিমগঞ্জে

করিমগঞ্জ : করিমগঞ্জে সোমবার সুরক্ষিত শৈশব সোনালী অসম বিষয়ক শিশু সুরক্ষার ৯০ দিবসীয় সচেতনতা অভিযানের সূচনা করা হচ্ছে। করিমগঞ্জের জেলা শিশু সুরক্ষা আধিকারিক জানিয়েছেন, ১২ জুন,সোমবার সকাল ১০ টায় করিমগঞ্জ শহরের রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয় প্রেক্ষাগৃহে এই অভিযানের সূচনা করা হবে।

করিমগঞ্জের জেলা শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে ও করিমগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় সমগ্র করিমগঞ্জ জেলা জুড়ে চলা ৯০ দিবসীয় এই সচেতনতা অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে শিশু পাচার, বাল্যবিবাহ, শিশু শ্রম, শিশু হেনস্থা ও শিশুদের অন্যান্য হেনস্থা ইত্যাদির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা। এতে সর্ব শ্রেণীর জনগণকে সক্রিয় সহযোগিতা করতে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Show More

Related Articles

Back to top button