Barak Valley

মিশন শক্তি কার্যসূচির অধীনে কানিশাইল জিপি প্রাঙ্গণে জীবিকা সখিদের নিয়ে সচেতনতা অভিযান

জনসংযোগ, করিমগঞ্জ, ১৮ জুলাই : নারী ও শিশুদের কল্যানে করিমগঞ্জ জেলায় চলতে থাকা “মিশন শক্তি” ১০০ দিবসীয় বিশেষ সচেতনতা কার্যসূচির অধীনে বুধবার দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন খন্ডের আসাম রাজ্যিক গ্রামীণ জীবিকা মিশনের অন্তর্গত কানিশাইল জিপি প্রাঙ্গনে জীবিকা সখিদের নিয়ে এক সচেতনতা কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে। ওই সচেতনতা কার্যসূচিতে আসাম রাজ্যিক গ্রামীণ জীবিকা মিশন (এএসআরএলএম) এর করিমগঞ্জের ডিপিএম নিতু দাস, করিমগঞ্জ বার অ্যাসোসিয়েশনের অধিবক্তা বিজন কুমার পাল, দক্ষিণ করিমগঞ্জ এএসআরএলএম এর ব্লক কোর্ডিনেটর আহমেদ আরিফুজ জামান ও লাক্ষালিত দত্ত, ডিস্ট্রিক্ট হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ ওম্যান বা ডিএইচইডব্লুউ এর জেলা মিশন সমন্বয়ক বা ডিএমসি রূপকথা চক্রবর্তী, ডিএইচইডব্লুউ এর ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোর্ডিনেটর বা ডিপিসি ঈশিতা দাস অংশগ্রহণ করেন। এতে কানিশাইল জিপির সমৃদ্ধি সিএলএফ এর নারী সুরক্ষা কোষের জীবিকা সখীদের মধ্যে মিশন শক্তির অধীনে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সখী ওয়ান স্টপ সেন্টার, সখী সদন ইত্যাদির লাভ হিতাধিকারীদের মধ্যে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত সচেতনতামূলক আলোচনা করেন ডিএইচইডব্লুউ এর ডিপিসি ঈশিতা দাস। পাশাপাশি, ওই সচেতনতা অনুষ্ঠানে যেহেতু জীবিকা সখীরা নারী সুরক্ষার বিষয় নিয়ে কাজ করছেন তাই তাদের মধ্যে ওয়ান স্টপ সেন্টার, শক্তি সদন এবং ওম্যান হেল্পলাইন সেবা নিয়ে বিশেষ আলোচনা করা হয়। এদিকে ওইদিনের অনুষ্ঠানে এএসআরএলএম এর ডিপিএম লিঙ্গ বৈষম্যতা এবং উৎপীড়ন প্রতিরোধে জীবিকার সখিরা কি ধরনের সচেতনতা চালাতে পারেন সে বিষয়ে বিস্তারিত পরামর্শ প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে অধিবক্তা বিজন কুমার পাল মহিলাদের উপর উৎপীড়নের বিরুদ্ধে থাকা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট ও চাইল্ড প্রহিবিসন অ্যাক্ট নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, ভারতীয় ন্যায় সংহিতা নিয়েও তিনি আলোচনা করেন।

Show More

Related Articles

Back to top button