Others
মহা ষষ্ঠীর ভোরে মায়ের বোধনের আগে পেঁড়ো গড় ঘটে গেল এক অলৌকিক ঘটনা

নিজস্ব সংবাদদাতা, শনিবার ২১,অক্টোবর : হাওড়ার পেঁড়ো গড়বাটীর দুর্গা মন্দিরে মহাষষ্ঠীর ভোরে মা নিজে প্রতিষ্ঠা করা পুকুরে স্নান করবার পরে, রীতিমত লাল পাড় সাদা শাড়ি পুকুরে ছেড়ে, গাঢ় আলতা পায়ে তিনি হেঁটে যান ,প্রমাণ তিনি রেখে গেছেন। তিনটে তালা বন্ধ ঠাকুর দালান, কিন্তু তারপরেও সেখানে পায়ের ছাপ পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে মা সত্যিই আমাদের মাঝখানে বিরাজমান । খবর ছড়িয়ে পড়তেই দালানে জনতার ঢল ।