Barak Valley

রথযাত্রায় উৎসবমুখর করিমগঞ্জ

জগন্নাথ দর্শনে লোকে লোকারণ্য করিমগঞ্জ

করিমগঞ্জ : রথযাত্রায় উৎসব ঘিরে রবিবার লোকে লোকারণ্য হয়ে ওঠে টাউন কালিবাড়ি সংলগ্ন এলাকা৷ বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে পসরা সাজিয়ে বসেন৷ করিমগঞ্জ টাউন কালিবাড়ি, মদনমোহন আখড়া, কালীমহাবীর বাড়ি সহ বিভিন্ন মন্দির থেকে বের হওয়া রথ প্রত্যেকবার শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে৷

রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মঠ-মন্দিরে ভিড় পরিলক্ষিত হয়৷ টাউন কালিবাড়ি থেকে রথ বেড়িয়ে যেমন শহর পরিক্রমা করে তেমনি মন্দির সংলগ্ন এলাকায় রথের মেলা বসে৷ দেবদেবীর মূর্তি, ছোটদের রকমারি খেলনা এবং খাবারের জিনিস যেমন দেখতে পাওয়া যায় তেমনি রথ উপলক্ষে জিলাপি বিক্রির প্রতিযোগিতা তেমন চোখে পড়ে৷

শম্ভুসাগর পার্কের চারপাশ লোকারণ্য হয়ে ওঠে৷ রথের রশি টানতে সকলে ভিড় করেন রাজপথে৷ বিভিন্ন মন্দিরের রথ সহ মহিলাদের উলুধ্বনিতে পুণ্য ভূমি হয়ে ওঠে স্থানীয় এলাকা৷

ব্যবসায়ীরা জানান, বন্যা পরিস্থিতির জন্য বিভিন্ন জিনিসের ব্যাপক মূল্য বৃদ্ধি হয়েছে৷ নৌকার মাঝিরা দ্বিগুণ ভাড়া নিয়েছেন৷ এমনকি অনেকের ঘরে পর্যন্ত বন্যার জল এখনও রয়েছে৷ জগন্নাথ দেবের আশীর্বাদে একটু বাড়তি লাভে সংসারে দুবেলার আহার জুটবে বলে আশা ব্যক্ত করেছেন অনেকেই৷ তবে, অযথাই নাকি দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন পুণ্যার্থী-ভক্তেরা৷

Show More

Related Articles

Back to top button