Barak ValleyEntertainment

রবিবারের সাহিত্য আড্ডার কবিগুরু স্মরণ

করিমগঞ্জ : বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উদযাপন করল করিমগঞ্জের অন্যতম সংগঠন রবিবারের সাহিত্য আড্ডা৷

সংগঠনের কর্ণধার তথা কবি-সাহিত্যিক নারায়ণ মোদকের বাসভবনে আয়োজিত বিশেষ কার্যক্রমে কবি সাহিত্যিকদের উপস্থিতিতে রবিবার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে প্রত্যেক শিল্পীদের বিশেষ নিবেদনে৷

আবৃত্তি পরিবেশনের মাধ্যমে কবিগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানান অনিন্দিতা চক্রবর্তী, রঞ্জিতা চক্রবর্তী, জয়ন্তী কর্মকার, পরিমল কর্মকার, রঞ্জিত দেব, শিবানী গুপ্ত৷ কবিগুরুর নানা কবিতা পরিবেশন করেন শিল্পীরা৷ স্বরচিত কবিতা পাঠ করেন চান্দ্রেয়ী দেব, প্রতিমা শুক্লবৈদ্য, কৃষ্ণারানি চন্দ, ছন্দা দাম প্রমুখ৷ কবির জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন ড. গীতা সাহা৷ গানে কবিকে স্মরণ করেন সুদীপ ভট্টাচার্য, সুবীর বরণ রায় সহ একাধিক শিল্পীরা৷ সমবেত রবীন্দ্র সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সামাপন হয়৷

শুরুতে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও প্রদীপ প্রজ্বলন করে কার্যক্রমের সূচনা করেন শিখা দাসগুপ্ত, নারায়ণ মোদক, শুক্লা মিশ্র, মনমোহন রায় প্রমুখ৷

উদ্বোধনী সঙ্গীত পরিবে করেন সুদীপ ভট্টাচার্য৷ ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার কর্ণধার নারায়ণ মোদক৷

Show More

Related Articles

Back to top button