তৃতীয় ভুবনের সাহিত্য-এর পূজা সংখ্যা উন্মোচন ৭ সেপ্টেম্বর

রবিবার শ্রীভূমিতে পূজা সংখ্যা উন্মোচন
শ্রীভূমি, ৩ সেপ্টেম্বর : রবিবারের সাহিত্য আড্ডার উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃতীয় ভুবনের সাহিত্য দশম শারদ সংখ্যার উন্মোচন হবে রবিবার। যাদের হাত দিয়ে মোড়ক উন্মোচিত হবে তাঁরা হলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. রাধিকারঞ্জন চক্রবর্তী, কবি আশুতোষ দাস, প্রাবন্ধিক বিনোদলাল চক্রবর্তী, কবি শতদল আচার্য প্রমুখ। বই উন্মোচনের পাশাপাশি থাকবে বিশেষ সাহিত্য আলোচনা, কবিতা, কোলাজ, সংগীত ও নৃত্য। এবারের সংকলনটি দশম সংখ্যা। প্রতিজন কবি-লেখক-প্রাবন্ধিককে তৃতীয় ভুবনের সাহিত্য সম্মাননা প্রদান করা হবে। এ নিয়ে সংস্থার কার্যালয়ে বৈঠকে আলোচনায় সিদ্ধান্ত হয়। উপস্থিত ছিলেন তৃতীয় ভুবনের সাহিত্য সম্পাদক নারায়ণ মোদক, গৌতম চৌধুরী, ড. গীতা সাহা, সুদীপ ভট্টাচার্য, চান্দ্রেয়ী দেব, সুমিতা গোস্বামী, রঞ্জিতা চক্রবর্তী, সমীরণ চক্রবর্তী, সুমি দাস, সুব্রত চৌধুরী, প্রতিমা শুক্লবৈদ্য, নির্মাল্য দাস, ছন্দা দাম প্রমুখ।