Barak Valley

রবীন্দ্রসদনে ভাষা গৌরব সপ্তাহ পালন

করিমগঞ্জ : রবীন্দ্রসদন কলেজে ৬-৮ নভেম্বর ৩ দিন ধরে ভাষা গৌরব সপ্তাহ উদযাপন করা হয়৷ কলেজের IQAC ও বাংলা বিভাগের যৌথ সহযোগিতায় ভাষা গৌরব সপ্তাহ আয়োজিত হয়৷

৬ নভেম্বর আয়োজিত হয় বক্তৃতা সভা৷ এতে আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবি’র বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বরুণজ্যোতি চৌধুরী ও করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. বিশ্বজিৎ ভট্টাচার্য৷ প্রদীপ প্রজ্জ্বলন ও অতিথি বরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়৷ পরে প্রারম্ভিক ভাষণ দেন বাংলা বিভাগের প্রধান ড. তনুশ্রী ঘোষ

প্রধান বক্তা বরুণজ্যোতি চৌধুরী বলেন, বর্তমান বিশ্বে শুধু বাংলা ভাষাই অস্তিত্বের সংকটের শিকার নয়, বিশ্বের সব ভাষই কমবেশি অস্তিত্বের সংকটের শিকার৷ এই প্রেক্ষাপটে ধ্রূপদি ভাষা হিসাবে বাংলা ভাষার স্বীকৃতি পাওয়া অত্যন্ত সম্মানের৷ তাই বলে আমাদের আত্মশ্লাঘায় ভুগলে চলবে না৷ অন্য ভাষা ও ভাষিক সম্প্রদায়কে সম্মান জানাতে হবে৷ তবেই দেশের ভাষিক বহুত্ববাদ রক্ষিত হবে৷

এছাড়া তিনি নতুন শিক্ষানীতিতে মাতৃভাষায় শিক্ষাদানের বিষয়টিকে সরকারের যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেন৷ তিনি বলেন, দেশের অগ্রগতি তখনই সম্ভব হবে, যখন সেই জাতির নাগরিকরা মাতৃভাষায় শিক্ষাগ্রহণ করবে ও মাতৃভাষায় মনের ভাব ব্যক্ত করবে৷ তিনি আরও বলেন, ইংরেজি ভাষা আমরা শিখতেই পারি৷ কিন্তু ইংরেজি শেখাটা যখন ফ্যাশনে পরিণত হয়, তখন তা বিপজ্জনক হয়ে উঠে৷ অপর বক্তা বিশ্বজিৎ ভট্টাচার্য তাঁর বক্তব্যে বাংলা ভাষা সংকটের নানা দিক দৃষ্টান্তসহ আলোচনা করেন৷

আলোচনা সভার সভাপতি হিসাবে কলেজের অধ্যক্ষ ড. অশোক কুমার দাস বলেন, এতদিন আমরা অনেকেই বাংলা বলতে সংকোচবোধ করতাম৷ আমি মনে করি বাংলা ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি পাওয়ায় এবার আর সেই সংকোচ করার জায়গা রইল না৷ তাই তিনি ছাত্রীদের নিঃসংকোচে সর্বত্র বাংলা ভাষায় কথা বলার পরামর্শ দেন৷ ২য় দিন বাংলা ভাষার ওপর এর কর্মশালা আয়োজিত হয়৷

এতে আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নবীনচন্দ্র কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিষ্ণুচন্দ্র দে৷ শব্দের বানান কেন এবং কীভাবে পরিবর্তিত হচ্ছে তা দৃষ্টান্ত সহকারে ছাত্রীদের সম্মুখে তিনি তুলে ধরেন৷ যে নিয়মগুলি অনুসরণ করলে বানান বিভ্রাট থেকে আমরা মুক্তি পেতে পারি তাও উল্লেখ করেন তিনি৷

অনুষ্ঠানের অন্তিম দিনে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, কবিতা গল্প, প্রবন্ধ ও ক্যুইজ প্রতিযোগিতা আয়োজিত হয়৷ এতে উৎসাহের সঙ্গে কলেজের ছাত্রীরা অংশগ্রহণ করে৷ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষা ড. সারদামণি দাস, IQAC-র আহ্বায়ক অধ্যাপক এল মার, সাংস্কৃতিক কমিটির অধ্যাপক ড. রাজদীপ চন্দ, বাণিজ্য বিভাগের প্রধান অধ্যাপক কৃষ্ণেন্দু মালাকার৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. পারমিতা আচার্য৷

Show More

Related Articles

Back to top button