নিন্দা ও ধিক্কার জানালো পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ

বাংলাদেশে সংঘালঘুর ওপর নির্যাতন ও কলকাতার মহিলা ডাক্তার হত্যাকাণ্ড
শিলচর, পিএনসি ১৮ আগস্ট: বাংলাদেশে সাম্প্রতিক সংঘালঘুর ওপর নির্যাতনের ঘটনাবলী এবং কলকাতার আর জি কর মেডিকেলের মহিলা ডাক্তার মৌমিতা দেবনাথের হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানালো শিলচরের পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ । সেইসঙ্গে বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু এবং সেদেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত সরকারের হস্তক্ষেপ কামনা করেছে পর্ষদ। রবিবার ১৮ আগস্ট শিলচর সুভাষ নগরে ১৯৬১ সালের ভাষা আন্দোলনের সেনাধিনায়ক পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। । বিশিষ্ট সাংবাদিক হারাণ দের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সাম্প্রতিক বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ও কলকাতার আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসক হত্যাকান্ডের ঘটনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এদিন সভায় শিল্পী শ্রাবণী সরকার উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন।পর্ষদের সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী স্বাগত বক্তব্যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনার নিন্দা জানান। সেইসঙ্গে আর জি কর মেডিক্যালের মহিলা চিকিৎসক মৌমিতা দেবনাথের হত্যাকাণ্ডের দ্রুত ন্যায় বিচারের দাবি জানান। সভায় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং কলকাতার আর জি কর মেডিকেলের মহিলা ডাক্তার মৌমিতা দেবনাথের হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে বক্তব্য রাখেন পর্ষদের সভাপতি হারাণ দে , কবি সাহিত্যিক কস্তুরী হোম চৌধুরী অধ্যাপক দীপঙ্কর চন্দ, সাংবাদিক গৌতম তালুকদার, প্রণব দাস, রাজু চৌধুরী পান্নালাল চক্রবর্তী, গোষ্ঠলাল দাস, মৃদুলা ভট্টাচার্য, প্রদীপ চন্দ্র দাস,শ্রাবণী সরকার , পম্পা পাল চৌধুরী প্রমুখ। তাঁরা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের সময় তৈরি হওয়া অস্থিরতা ও সংখ্যালঘুদের ওপর উদ্দেশ্যমূলকভাবে সাম্প্রদায়িক হামলার ঘটনার উদ্বেগ ব্যক্ত করেন। বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু এবং সেদেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত সরকারের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। একইসঙ্গে কলকাতার আর জি কর হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসককে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এর সুবিচার চেয়ে দোষীদের শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তাঁরা। এদিন সভাশেষে মহিলা চিকিৎসক মৌমিতা দেবনাথের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।