Updates
রবীন্দ্র ভবনে সখীদের ট্রেনিং মঙ্গলবার

জনসংযোগ, হাইলাকান্দি, ১৩ এপ্রিল : হাইলাকান্দি জেলার জীবিকা সখী ব্যাংক সখী, পশু সখী, কৃষি সখী এবং কমিউনিটি রিসোর্স পারসনদের অরুণোদয় ২.০ এর এফিডেভিট দস্তগত সম্পর্কে পুনরায় আরও একটি কর্মশালা কাম ট্রেনিং শহরের রবীন্দ্রভবনে মঙ্গলবার অনুষ্ঠিত হবে। কাছাড় জেলার তাপাং ডেভেলপমেন্ট ব্লকের অধীনস্থ এইসব সখি সহ সমগ্র হাইলাকান্দি জেলার সব ধরনের সখীদেরকে ১৮এপ্রিলের এই কর্মশালা কাম প্রশিক্ষণে উপস্থিত থাকতে হাইলাকান্দির জেলা উন্নয়ন কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।