Barak Valley

রাধামদনমোহন জিউর মন্দিরে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

করিমগঞ্জ : মঙ্গলবার করিমগঞ্জের শ্রীশ্রী রাধামদনমোহন জিউর মন্দিরে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়৷ মন্দির কমিটির সভাপতি শ্যামল রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন গৌতম দাস৷ এরপর বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয় এবং সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়৷ আগামী ৩ বছরের জন্য পুরনো কমিটি বহাল রেখে পুনরায় নতুন কমিটি গঠন করা হয়৷ পরবর্তীতে মন্দিরের উন্নয়ন ও কাজের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন মন্দির কমিটির সহ-সভাপতি জগদীশচন্দ্র বণিক ও পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব৷ ২৭ আগস্ট মঙ্গলবার জন্মাষ্টমী অনুষ্ঠিত হবে বলে জানানো হয় সভায়৷ আগামী ১২ সেপ্টেম্বর ভাগবত সপ্তাহ অনুষ্ঠান রয়েছে৷ এতে কলকাতা থেকে আগত প্রভুপাদ পার্থসারথি গোস্বামী কর্তৃক আয়োজিত অনুষ্ঠানসূচি সম্বন্ধে জানান সম্পাদক গৌতম দাস ও বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা বিজিত দাস ও বিষ্ণুপদ নাগ৷

Show More

Related Articles

Back to top button