Barak Valley
রামকৃষ্ণনগর ব্লকে আধার কেন্দ্রের স্থান পরিবর্তন

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জের জেলাশাসক কার্যালয়ের আধার সেল থেকে জারিকৃত এক আদেশে রামকৃষ্ণনগর উন্নয়ন খণ্ড (ব্লক) আধার কেন্দ্রের স্থান পরিবর্তন করে গামারিয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে স্থানান্তরিত করা হয়েছে। এতে ১৫ সেপ্টেম্বর জেলাশাসকের স্বাক্ষরিত এক আদেশে গত ২৩ আগস্টর আদেশের আংশিক পরিবর্তন করে রামকৃষ্ণনগর রাজস্ব চক্রের অন্তর্গত রামকৃষ্ণনগর উন্নয়ন খণ্ড কার্যালয়ের আধার এনরোলমেন্ট কেন্দ্রের স্থান পরিবর্তন করে গামারিয়া গ্রাম পঞ্চায়েতে স্থানান্তরিত করা হয়েছে।