Barak Valley
রেশম বিভাগের অ্যাওয়ার্ড মানির জন্য দরখাস্ত আহ্বান

জনসংযোগ, হাইলাকান্দি, ১৭ : রেশম বিভাগের হাইলাকান্দির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক বিজ্ঞপ্তিতে ২০২৩-২৪ অর্থবছরে এস ও পিডিমে চাষীদের ‘অ্যাওয়ার্ড মানি’র জন্য দরখাস্ত আহ্বান করেছেন। সাদা কাগজে দরখাস্তের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ফটো ,ব্যাংক একাউন্টের কপি এবং রেশন চাষের প্রমাণ ইত্যাদি সহ দরখাস্ত আগামী ২৩ আগস্ট এর মধ্যে হাইলাকান্দির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ সেরিকালচারে জমা দিতে বলা হয়েছে।