লক্ষ্যমাত্রা থেকে অধিক রাজস্ব সংগ্রহ হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ করিমগঞ্জের ডিটিওর

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা পরিবহণ বিভাগ থেকে ২০২২-২৩ অর্থ বছরে লক্ষ্যমাত্রা থেকে অধিক রাজস্ব সংগ্রহ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন করিমগঞ্জের ভারপ্রাপ্ত জেলা পরিবহণ আধিকারিক (ডিটিও) সাহাব উদ্দিন তাপাদার।
এক বিবৃতিতে ডিটিও সাহাব উদ্দিন তাপাদার জানিয়েছেন, ২০২২-২৩ অর্থ বছরে করিমগঞ্জ জেলায় রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য ছিল ১৭ কোটি ৮৬ লক্ষ টাকা।
এর বিপরীতে ১৮ কোটি ৩৬ লক্ষ ৭২ হাজার ২২১ টাকা রাজস্ব সংগৃহীত হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৫০ লক্ষ ৭২ হাজার ২২১ টাকা বেশি। এ পরিপ্রেক্ষিতে জেলা পরিবহণ আধিকারিক রাজ্যের পরিবহণ কমিশনার, জেলার সাধারণ এবং পুলিশ প্রশাসনের সঠিক দিশা-নির্দেশনা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
পাশাপাশি প্রিন্ট, ইলেকট্রনিক এবং সোশাল মিডিয়া যোগে রাজস্ব আদায়ের আহ্বান জানানো সহ যথাসময়ে যানবাহনের মালিক, ট্রান্সপোর্টার্স, বিভিন্ন অ্যাসোসিয়েশনের পক্ষে রোড ট্যাক্স, সিএফ এবং এপিজিটি জমা করে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে অধিক রাজস্ব সংগ্রহে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন জেলা পরিবহণ আধিকারিক।