North-East

মণিপুরের ডিজিপি পদে দায়িত্ব নিলেন আইপিএস রাজীব সিং

ইম্ফল, ১ জুন : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন মণিপুর সফরে, তখন তড়িঘড়ি ইমফলে এসে রাজ্যের পুলিশ-প্রধান (ডিজিপি)-এর দায়িত্ব নিলেন আইপিএস রাজীব সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ১৯৯৩ ব্যাচের ত্রিপুরা ক্যাডার আইপিএস মণিপুরের রাজ্যপাল আনুসুইয়া উইকি রাজীব সিংকে মণিপুরের ডিজিপি হিসেবে নিযুক্ত করেছেন।

মণিপুর সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইপিএস রাজীব সিঙের ইন্টার-ক্যাডার ডেপুটেশনের ফলস্বরূপ ত্রিপুরা থেকে মণিপুরে নিয়ে আসা হয়েছে। এছাড়া ভারত সরকার কর্তৃক জারিকৃত নির্দেশে মণিপুরের গৃহল দফতরের একটি নতুন পদ ওএসডি সৃষ্টি করা গড়া হয়েছে। সরকার আইপিএস পি ডঙ্গেলকে ডিজিপির ওএসডি হিসেবে নিযুক্তি দিয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২৯ মে সোমবার রাতে মণিপুরে চারদিনের সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন মধ্য রাতে ১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার রাজীব সিংকে জনস্বার্থে বিশেষ দাযিত্ব দিয়ে তিন বছরের জন্য মণিপুরে বদলি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। রাজীব সিং সিআরপিএফ-এর আইজি পদে নিযুক্ত ছিলেন।

Show More

Related Articles

Back to top button