Barak Valley

শিলচরে আত্মপ্রকাশ বরাক উপত্যকা জার্নালিস্ট ইউনিয়নের

শিলচর, পিএনসি: বরাক উপত্যকার সাংবাদিকদের বিভিন্ন সমস্যার নিরসনে কাজ করার উদ্দেশ্যে বৃহস্পতিবার বরাক উপত্যকা জার্নালিস্টস ইউনিয়ন নামে একটি সংস্থা জন্ম নিল।

এ উপলক্ষে প্রবীণ সাংবাদিক হারাণ দের সভাপতিত্বে শিলচরে সাংবাদিকদের এক সভা অনুষ্ঠিত হয় এবং এতে ১৯ সদস্য বিশিষ্ট বরাক উপত্যকা সাংবাদিক সংঘের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়
এই কমিটি তে হারাণ দে কে সভাপতি ও আব্দুল হাই লস্কর কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এতে ;হিমাশীস ভট্টাচার্য, স্বর্ণালী চৌধুরী,শতানন্দ ভট্টাচার্য ও জি এম চৌধুরী কে সহসভাপতি ,: বিজয় দাসকে যুগ্ম সম্পাদক;খাইরুল আলম মজুমদার কে সাংগঠনিক সম্পাদক; দেবদুলাল মালাকারকে প্রচার সম্পাদক; সন্তোষ চন্দ ও বাপী রায়কে সাংস্কৃতিক সম্পাদক এবং রাজু দে ও শংকরী চৌধুরী কে সহকারী সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া মিঠু লাল চৌধুরী, অরুপ রায় , পিংকু রায় হালদার , ধ্রুব জ্যোতি চক্রবর্তী ,মহিম উদ্দিন লস্কর ও বিপ্লব কর চৌধুরী –এই ছয় জনকে কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।

এই বৈঠকে সাংবাদিকদের তাৎক্ষণিকভাবে রেল ভ্রমনের টিকেটের সুবিধা দিতে কর্তৃপক্ষের কাছে দাবি জানাতে এবং সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে সিদ্ধান্ত নেওয়া হয়।

সংঘের পরবর্তী বৈঠক আগামী ২৮ মে শিলচরে অনুষ্ঠিত হবে এবং ইচ্ছুক সাংবাদিকদের এতে সদস্য ভুক্তি করা হবে বলে সভায় জানানো হয়।

Show More

Related Articles

Back to top button