Barak Valley

শতভিষার পুজোর মণ্ডপ ও প্রতিমায় থাকবে নতুনত্ব

করিমগঞ্জ : বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম শহরের নীলমণি রোডের ক্লাব শতভিষার পুজো৷ শতভিষা ক্লাবের সভাপতি হিসাবে শিমুল সেন, সহ-সভাপতি হিসাবে চিরদীপ ভট্টাচার্য এবছর পুজোর দায়িত্বে রয়েছেন৷ অন্যদিকে, সাধারণ সম্পাদক হিসাবে আশিস দাশপুরকায়স্থ এবং কোষাধ্যক্ষ হিসাবে সমরেন্দু পাল সহ অন্যরা পুজোর প্রস্তুতি নিচ্ছেন৷

পুজো নিয়ে ক্লাবের সম্পাদক আশিস দাশপুরকায়স্থ বলেন, শতভিষার বাজেট ধার্য করা হয়েছে প্রায় ১২ লক্ষ টাকা৷ পুজোর প্যান্ডেল থেকে প্রতিমায় যেমন নতুনত্ব থাকবে, তেমনই আলোকসজ্জায় এবছর বিশেষ নজর দেওয়া হয়েছে৷ কাল্পনিক মন্দিরকে প্যান্ডেলে ফুটিয়ে তোলা হবে৷ স্থানীয় শিল্পী লিটন দাস শতভিষার মণ্ডপসজ্জার কাজ করছেন৷ প্যান্ডেলের ভেতরে-বাইরে থাকবে নিখুঁত কাজ৷ প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরী হচ্ছে প্রতিমা৷ প্রতিমা শিল্পালয়ের মৃতশিল্পীরা মূর্তি তৈরী করছেন৷ শতভিষা ক্লাবের মূর্তি ১ম পুরষ্কার ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে৷ ফলে এবারও মূর্তি নিয়ে নতুন চিন্তাভাবনা করা হয়েছে বলে জানান আশিস দাশপুরকায়স্থ৷

অন্যদিকে, আলোকসজ্জায় থাকবে অভিনবত্ব৷ তাছাড়া পুজোর ৩দিন মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে৷ শতভিষার পুজোয় নীলমণি রোড ও ব্রজেন্দ্র রোড সহ পার্শ্ববর্তী এলাকার সবাই এক হয়ে আনন্দে সামিল হবেন বলে জানান সম্পাদক আশিস দাশপুরকায়স্থ৷

অন্যদিকে, শতভিষার প্রাক্তন সভাপতি কিশোর দে বলেন, পুজোর দিনগুলিতে মহাপ্রসাদ বিতরণের পাশাপাশি এলাকার পুরুষ-মহিলারা একত্রিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মায়ের মূর্তি মণ্ডপে আনা হবে৷ শান্তি-শৃঙ্খলা বজায় রেখে পূজার শেষে পুনরায় শোভাযাত্রার মাধ্যমে বিসর্জন করা হবে বলে জানিয়েছেন শতভিষার প্রাক্তন সভাপতি কিশোর দে৷

ক্লাবের এবারের পুজোর কোষাধ্যক্ষ সমরেন্দু পাল বলেন, শতভিষা থিম ভিত্তিক পুজো করে আসছে বহু বছর ধরে৷ এবার পৃথক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ প্যান্ডেল-প্রতিমা ও আলোকসজ্জায় নতুনত্ব উপহার দেওয়া এবং মায়ের বোধন থেকে প্রতিমা নিরঞ্জন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান কোষাধ্যক্ষ৷ সে সঙ্গে করিমগঞ্জ তথা বরাকবাসীকে শতভিষার পুজো পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন তিনি৷

Show More

Related Articles

Back to top button