Barak Valley

শনবিল পশ্চিমাঞ্চলে ১১ কোটি টাকা ব্যয়ে দু’টি রাস্তার কাজের শিলান্যাস করলেন সিদ্দেক

নিলামবাজার : দীর্ঘ দিন চিকিৎসা করিয়ে অবশেষে নিজ কেন্দ্রে ফিরে এলাকা উন্নয়নে মাঠে নামলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ৷ বৃহস্পতিবার শনবিল পশ্চিমাঞ্চলে ১১ কোটি টাকা ব্যয়ে দু’টি রাস্তার কাজের শিলান্যাস করলেন সিদ্দেক৷

এ দিন দুপুরে বালিয়া বাজারের শেড ঘরে এক সভা অনুষ্ঠিত হয়৷ আব্দুল জলিল চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতেই করিমগঞ্জ পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের EE নিরঞ্জন রায় রাস্তা ২টি নির্মাণ কাজের যাবতীয় তথ্য দেন৷

বিধায়ক বলেন, দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নে বেশ কিছু অর্থ মঞ্জুর হয়েছে৷ এর মধ্যে কেন্দ্রের সবকটি বেহাল রাস্তার সংস্কার কাজ হবে৷ রাস্তার কাজের tender হয়েছে৷

এ দিন IRDF-র অধীনে ২০২২-২৩ অর্থ বছরে মুখ্যমন্ত্রী পাকাপথ নির্মাণ প্রকল্প থেকে ₹৫,৮৫,৭২,০০০ ব্যয়ে বালিয়া-বিনোদিনী ভায়া জনকল্যাণ পর্যন্ত প্রায় সোয়া ৫ কিমি নতুন রাস্তার নির্মাণ কাজের শিলান্যাস করেন বিধায়ক৷ পরে একই তহবিলে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে বাজারঘাট-নগেন্দ্রনগর ভায়া গোবিন্দগঞ্জ প্রায় সাড়ে ৪ কিমি পূর্ত সড়কের কাজের ফলক উম্মোচন করেন বিধায়ক সিদ্দেক আহমদ৷

Show More

Related Articles

Back to top button