Barak Valley
দেওপুরে রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ

দেওপুর : উত্তর করিমগঞ্জের দেওপুরে রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ বুধবার দেওপুরে রাস্তার কাজের শুভারম্ভ করে তিনি নির্বাচনের প্রতিশ্রতি পূরণ করেন৷ এই বর্ডার রোড নির্মাণে মুখ্যমন্ত্রী পাকাপথ প্রকল্প থেকে ৭৫ লক্ষ টাকা বরাদ্দ করিয়েছেন বিধায়ক কমলাক্ষ৷ ১ কিমি এই রাস্তার প্রস্থ ৫ মিটার৷ ইতিমধ্যেই উন্নতমানের গার্ড ওয়ালের কাজ সম্পন্ন হয়েছে৷ এবার ব্লগ বসিয়ে হবে রাস্তা৷ অনুষ্ঠানে ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি হামিদুর রহমান সহ দেওপুর এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন৷ কাজে এলাকাবাসীর সহযোগিতা কামনা করে কাজের গুণগত মান ঠিক রাখতে ঠিকাদারকে নির্দেশ দেন বিধায়ক৷ কাজের বরাত পেয়েছেন ঠিকাদার রত্নদীপ দাস পুরকায়স্থ৷